শারদীয়ার স্তব
Updated: Sep 15, 2019

হে মা সরস্বতী
একবার তো শোনো ,
পর জন্মে মানুষ আর
করো না কক্ষন ।
তবে যদি হাঁস কর
থাকব তোমার পাশে-
মানুষ করলে কষ্ট বড়
শিক্ষার নাগপাশে ।
মা লক্ষ্মী দয়া করো
মানুষ করো যদি ,
পরো জন্মে তোমার দয়ায়
পাই যেন মা গদি ।
গদি মানেই তোমার দয়া
অর্থ যশ আর খ্যাতি ,
নয়তো বৃথাই মানাব জনম
জনসংখ্যার ক্ষতি ।
হে বাবা গণেশ জানি তোমার
অসীম কেরামতি ,
কখনো তুমি উলটে থাকো
কখনো অগতির গতি ।
বাবা কার্তিক কেউ বলে কি ?
কোথাও শুনেছ কেউ ?
শূণ্য কোলে পূর্ণতা দাও
তাই জনতার ঢেউ !
হে মা দুর্গা জগত জননী
ঘুচাও অন্ধকার -
সিংহের মতো মানুষ করো মা
করো অন্যায়ের প্রতিকার ।
হে মহাদেব তোমারেও বলি
চেতনা জাগাও প্রাণে ,
মানুষ হয়েও বেহুঁশ সমাজ
আলেয়াকে আলো মানে!
-জয়তী নন্দ আচার্য